বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৩৭

প্রীতি জিনতার উদ্দেশে দেয়া সালমান খানের সেই টুইট ভাইরাল

প্রীতি জিনতার উদ্দেশে দেয়া সালমান খানের সেই টুইট ভাইরাল

উত্তরণ বার্তা বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত অভিনেত্রী প্রীতি জিনতার উদ্দেশে দেয়া সালমান খানের একটি টুইট ভাইরাল হয়েছে। ওই টুইটটি ৬ বছর আগে দেয়া।

ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান খান ২০১৪ সালে প্রীতি জিনতার কিংস ইলাভেন পাঞ্জাবকে নিয়ে একটি টুইট করেছিলেন।  এক টুইটবার্তায় তিনি প্রশ্ন করেছিলেন, ‘প্রীতি জিনতার কি টিম জিতল?’

মুম্বাইয়ের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর সালমানকে পাঞ্জাব জবাব- অবশেষে জিতল কিংস ইলেভেন পাঞ্জাব।  আইপিএলের ইতিহাসের সর্বকালের সেরা ম্যাচের তকমা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে রোববারের পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচ।

বলিউড তারকা সালমান খানের ৬ বছর আগের ওই টুইট গত কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।  আইপিএলের এবারের আসরে বিরাট বাহিনীকে হারিয়ে পাঞ্জাবের দ্বিতীয় জয়ের পর সালমানের সেই টুইট ভাইরাল হয়ে যায়।

বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এ আসরের দ্বিতীয় জয় নিশ্চিত করে কে এল রাহুলের নেতৃত্বাধীন দল।

২০১৪ সালের সেই টুইটে সালমান খান প্রশ্ন করেছিলেন 'জিন্টার টিম কি জিতে গেছে?' ব্যাপক পরিমাণে শেয়ার হতে থাকে এই টুইট। কারণ এই মরসুমে শুরু থেকেই হার পিছু ছাড়ছিল না সালমান খানের প্রিয় বন্ধু তথা কো-স্টার প্রীতি জিনতার মালিকানাধীন কিংস ইলেভেন পাঞ্জাব দলের।

একাধিক ম্যাচে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও ম্যাচ হেরেছেন রাহুল, গেইলরা।  কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে গিয়েছে পাঞ্জাব। আসরের প্রথম ম্যাচেই দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ হারতে হয়েছিল।  তবে সেসব এখন অতীত- পাঞ্জাব ভক্তরা আপতত মজে রয়েছে রবিবাসরীয় রাতের ঐতিহাসিক জয়ে।  যেখানে পয়েন্ট তালিকায় একদম উপরের দিকে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে জোড়া সুপার ওভারে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে কেএল রাহুলের দল।

এরপর রোববার রাতে সালমান খানের সেই ভাইরাল টুইটের জবাব দেয়া হয় কিংস ইলেভেন পাঞ্জাবের অফিসিয়্যাল টুইটার অ্যাকাউন্ট থেকে, তাঁরা সম্মতিসূচক জবাব দিয়ে বলে- ‘হ্যাঁ’।

কিংস ইলেভেনের ম্যাচ দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়- তা ওইদিন প্রমাণ করল পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হয়।  পরে সুপার ওভারও টাই হয়।  দ্বিতীয় সুপার ওভারে ঐতিহাসিক জয় পায় প্রীতি জিনতার দল।

উত্তরণ বার্তা/এআর

 

 

  মন্তব্য করুন
     FACEBOOK