শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:০৮
ব্রেকিং নিউজ

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছে মা-বাবা

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছে মা-বাবা

উত্তরণ বার্তা প্রতিবেদক : রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার মধ‌্য রাতে এক নবজাতক মেয়েকে ফেলে পালিয়েছে তার মা-বাবা। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই নবজাতককে নিয়ে যান হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী জোবেদা বেগম। কিছু নিঃসন্তান দম্পতি ওই নবজাতককে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। শিশুটি বর্তমানে জোবেদা বেগমের বাড়িতে আছে। জোবেদার বোন মোমেনা ওই নবজাতককে বুকের দুধ পান করাচ্ছেন।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধোবাকল গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা প্রদীপ বিশ্বাস তার সন্তানসম্ভবা স্ত্রী পল্লবীকে বুধবার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে সন্তান জন্ম দেন পল্লবী। মেয়ে সন্তান জন্মানোয় তারা খুশি হতে পারেনি। তাদের ঘরে পপি (৯) ও দীপা (৫) নামে আরও দুটি কন্যা সন্তান আছে। অভাবের সংসারে তিন কন্যা সন্তানের ভরণ-পোষণ করা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তারা। পরে মধ‌্য রাতে পালিয়ে যান প্রদীপ ও পল্লবী। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, ‘আমার জানা মতে, আইনি প্রক্রিয়া ছাড়া দত্তক দেয়া যায় না। আমরা শিশুটিকে তার মা-বাবার কাছে ফেরত দেয়ার চেষ্টা করছি।’ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকালের দিকে দেখা যায়, হাসপাতালে শিশুটির মা-বাবা নেই।’
উত্তরণ বার্তা/এআর
 

 

 

  মন্তব্য করুন
     FACEBOOK