শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:১৪

২৮ জানুয়ারি: হাসুন প্রাণ খুলে

২৮ জানুয়ারি: হাসুন প্রাণ খুলে

উত্তরণ বার্তা ডেস্ক : ২৮ জানুয়ারি ২০২১.
* জোকস-১
সিকিউটি গার্ডের চাকরির জন্য ইন্টারভিউতে গেলেন বল্টু।
চাকরিদাতা: সিভি তো দিয়েছেন। সেখানে ইংরেজি ভাষা জানার কথা লেখা নেই।  ইংরেজি জানেন না?
বল্টু: চোর-ডাকাত কি ইংল্যান্ড, আমেরিকা থেকে আসবে?
* জোকস-২
মেয়ের বাবার কাছে পাত্র হিসেবে সাক্ষাৎকার দিতে গেছে ছেলে-
মেয়ের বাবা: সিগারেট খাও?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: মদ খাও?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: বার বা নাইট ক্লাবে যাওয়ার অভ্যাস আছে?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: সবই তো দেখছি নেগেটিভ, পজিটিভ কিছু নেই?
ছেলে: হ্যাঁ। তা-ও আছে।
মেয়ের বাবা: কী সেটা?
ছেলে: সেটা হচ্ছে এইচআইভি মানে এইচআইভি পভিটিভ।
* জোকস-৩
প্রেমিকা আসার আগেই ফুল শুকিয়ে যায়
প্রেমিকা: তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছ?
প্রেমিক: তাজা ফুল বেশি সময় তাজা থাকে না।
প্রেমিকা: তাতে সমস্যা কি?
প্রেমিক: তোমার জন্য নিচে অপেক্ষা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায়।
* জোকস-৪
ফেসবুকের জনপ্রিয় কবিতা!
ফেসবুকে এক কবি স্ট্যাটাস দিলেন-
‘পড়ে না চোখের পলক,
অ্যাড মি আই অ্যাম ব্লক।
দোহাই লাগে ফ্রেন্ড রিকোয়েস্ট,
একবার পাঠিয়ে দেখো।
আমি লাইক মারবো, কমেন্ট করবো
ঠেকাতে পারবে না কেউ!’
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ