শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:২৮
ব্রেকিং নিউজ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব বুঝে নিলেন আজমত উল্লা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব বুঝে নিলেন আজমত উল্লা

উত্তরণবার্তা প্রতিবেদক : দলীয় পদে থেকেই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন আজমত উল্লা খান। মঙ্গলবার বিকেলে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক সিটি গড়ে তোলার অঙ্গীকার করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।  এর আগে, সোমবার তিনি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
 
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে পরাজয়ের ১০ দিনের মাথায় গত রোববার বিকেলে আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গাজীপুর সিটি করপোরেশনের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) যাত্রা শুরু হয়। শিল্পাঞ্চল অধ্যুষিত নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে সরকার গাউক গঠন করা হয়। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে ২০২০ সালে ৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু গাউকের।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ