শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:০৬
ব্রেকিং নিউজ

প্রতারক শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

প্রতারক শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

উত্তরণ বার্তা প্রতিবেদক : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের বিরুদ্ধে করা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগ গঠনের জন্য তাকে গতকাল সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

সকালে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে হাজির করলে আসামিপক্ষের আইনজীবী সময় প্রার্থনা করায় আজ ফের আদালতে হাজির করে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেন। তাকে আবারও সাতক্ষীরা কারাগারে নেয়া হয়েছে। আলোচিত এই দুইটি মামলার সে একমাত্র আসামি।

গত ১৫ জুলাই ভোরে শাহেদ সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে। বোরখা পরিহিত অবস্থায় শাহেদকে কোমরপুর বেইলি ব্রিজের নিচ থেকে র্যাব-৬-এর সদস্যরা আটক করে। এসময় তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি, ২ হাজার ৩৩০ ভারতীয় রুপি, তিনটি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় শাহেদ করিম ও জনৈক বাচ্চু মাঝিকে আসামি করে একটি মামলা করেন।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK