শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৮:০৩

দেশে আরও ৬৫ জনের করোনা শনাক্ত

দেশে আরও ৬৫ জনের করোনা শনাক্ত

উত্তরণবার্তা প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৮ জনের।
 
আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৩৩১ জন।
 
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK