বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২৩:৫৫
ব্রেকিং নিউজ

লেবাননে নতুন করে করোনায় আক্রান্ত ৩৫০৫

লেবাননে নতুন করে করোনায় আক্রান্ত ৩৫০৫

উত্তরণ বার্তা ডেস্ক : লেবাননে ২৬ জানুয়ারি ২৪ ঘণ্টার মধ্যে ৭৩ জনের করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড হয়েছে এবং ৩ হাজার ৫০৫ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানা যায়, ১৮ হাজার ৬৬৫ জনের পিসিআর পরীক্ষার মধ্যে এ আক্রান্তদের শনাক্ত করা হয়। নতুন রেকর্ড হওয়া শনাক্তের মধ্যে লেবাননে আগত ভ্রমণকারীদের মধ্যে  ১৪ জনকে শনাক্ত করা হয়েছে।

ফেব্রুয়ারির শেষদিকে এদেশে ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোট আক্রান্তের  সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৫৪ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৭ জনে। গত দুই সপ্তাহে পরীক্ষাগুলোর ইতিবাচক হার দাঁড়িয়েছে ২২.২ শতাংশ। এ দেশে আগামী মাসে ভ্যাকসিন দেয়া শুরু করার কথা রয়েছে। লেবাননের জন্য ৬  মিলিয়ন ভ্যাকসিন ডোজ অর্ডার করা হয়েছে। এটি ৩ মিলিয়ন ব্যক্তির পক্ষে যথেষ্ট। প্রতিটি রোগীকে ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োজন বলে বিবেচনা করা হয়। ৫০ হাজার  ফিফার-বায়োএনটেক জবসের প্রথম চালান ৮ ফেব্রুয়ারি আসার কথা রয়েছে।
উত্তরণ বার্তা/এআর

 

 

  মন্তব্য করুন
     FACEBOOK