শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০০:৫৬
ব্রেকিং নিউজ

১৮ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম

১৮ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম

উত্তরণবার্তা ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের খেলোয়াড় নিলামের দিন চূড়ান্ত করা হয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড নিশ্চিত করেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে ১৪তম আইপিএলের নিলাম। আট ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করার এক সপ্তাহ পর নিলামের দিন বুধবার ঘোষণা করলো আয়োজক কমিটি। আইপিএল তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানায়। এবারের নিলামে সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি রুপি সঞ্চয় নিয়ে অংশ নেবে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের পরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৩৫.৯০ কোটি রুপি) ও রাজস্থান রয়্যালস (৩৪.৮৫ রুপি)।
 
চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ডের প্রথম দুটি টেস্টের পর এই নিলাম আয়োজিত হবে। ৫ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজ। ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় টেস্ট। এবারের আইপিএল ভারতে আয়োজনের কথা বিবেচনা করছে বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বারবার আশ্বাস দিয়েছেন, এই টুর্নামেন্ট আয়োজনে সব চেষ্টা করা হবে। করোনার কারণে সেপ্টেম্বর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল গত আইপিএল।
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK