সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
ঢাকা সময়: ২৩:০০

দেশে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত

দেশে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত

উত্তরণবার্তা ডেস্ক : বাংলাদেশে ২৮ মে সকাল ৮টা থেকে ২৯ মে সকাল ৮টা ১৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে, এ সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ অপরিবর্তিত আছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৯ হাজার ১৩০ জন।
 
সোমবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে ২৮ মে সকাল ৮টা থেকে ২৯ মে সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ৬ হাজার ২৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ২২ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ