বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:১৫

৮০ রুশ কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জাপানের

৮০ রুশ কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জাপানের

উত্তরণবার্তা ডেস্ক :  রাশিয়ার ৮০টি কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান। শুক্রবার জাপান সরকার এ তথ্য জানিয়েছে।

নতুন নিষেধাজ্ঞার শিকার হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রাশিয়ান মোবাইল ফোন অপারেটর মেগাফোন, ফেডারেল সার্ভিস অব মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন, রাশিয়ান ফাউন্ডেশন ফর অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস ইন দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি, এনপিও লাভোচকিন ডিজাইন ব্যুরো, কামাজ ট্রাক মেকার, স্কোলকোভো ফাউন্ডেশন এবং স্কোলকোভো ইনস্টিটিউট।

বার্তা সংস্থা তাস বলছে, এগুলো ছাড়াও আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করছে জাপান। যেসব রপ্তানি পণ্য রাশিয়ার শিল্প ভিত্তি শক্ত করতে ভূমিকা রাখে সেগুলোর তালিকাও করা হচ্ছে।

এবারের জি-৭ সম্মেলন আয়োজন করেছে জাপান। সম্মেলনের শুরুতেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোটের নেতারা।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK