শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:০০
ব্রেকিং নিউজ

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট চলছে : ইসি আলমগীর

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট চলছে  :  ইসি আলমগীর

উত্তরণবার্তা প্রতিবেদক : গাজীপুরের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সাংবাদিকদের কমিশনার আলমগীর বলেন, নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ভোট শান্তিপূর্ণ করতে কাজ করছে। সকালে নির্বাচন কমিশন ভবনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পর এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার। সকালে গাজীপুরের কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিন সমস্যা হয়েছে গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে কমিশনার জানান, ইন্টারনেটের সমস্যার জন্য কিছু সময় ধীরগতিতে চলছিল যা পরে ঠিক হয়েছে। ভোটে কারচুপির সাথে কেউ জড়িত থাকলে তাদের আটক করা হবে বলেও জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। কয়েকজনকে প্রাথমিকভাবে আটকের খবর পাওয়া গেছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এমন খবর পেয়েছি তবে বিস্তারিত পরে বলা যাবে।

বৃহস্পতিবার সকালে শুরু হওয়া গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০১৩ সালে সিটি করপোরেশন গঠিত হবার পর তৃতীয় নির্বাচন এটি। এই ভোটে মেয়র পদে লড়ছেন আট প্রার্থী।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী।সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়ছেন ৩৩৩ জন প্রার্থী।
উত্তরণবার্তা/এআর










 

  মন্তব্য করুন
     FACEBOOK