শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৩৪
ব্রেকিং নিউজ

কেসিসি নির্বাচনে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল

কেসিসি নির্বাচনে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল

উত্তরণবার্তা প্রতিবেদক : আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকসহ ৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং জাকের পার্টির প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।  আজ সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
 
মেয়র পদে বৈধ অন্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল আউয়াল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু। আয়কর রিটার্ন দাখিলের রশিদ ও প্রত্যয়নপত্র জমা না দেয়ায় জাকের পার্টির মেয়র প্রার্থী এসএম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ৩০০ ভোটারের সমর্থনকারীর সমর্থনে তথ্য ভুল থাকায় এসএম মুশফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে গত ১৬ মে খুলনা নির্বাচন কার্যালয়ে ৭ মেয়র প্রার্থীসহ মোট ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK