শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:২১
ব্রেকিং নিউজ

শেখ হাসিনার উপহার : মুজিববর্ষে স্বপ্নপূরণ, ভূমিহীনের ঘরে আনন্দ উচ্ছ্বাস

শেখ হাসিনার উপহার : মুজিববর্ষে স্বপ্নপূরণ,  ভূমিহীনের ঘরে আনন্দ উচ্ছ্বাস

উত্তরণ বার্তা ডেস্ক : ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে শনিবার সারা দেশে বিভিন্ন খাস জমিতে ঘর নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্রকল্প উদ্বোধন করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে ঘরের চাবি ও দলিল ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়। স্বপ্নের ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়।

এ সময় অনেকের চোখেই ছিল আনন্দ অশ্রু। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিবেদকরা জানান-

বরিশাল : সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যরা গৃহহীনদের হাতে ঘর তুলে দেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ : ময়মনসিংহে এক হাজার ৩০৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজনুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। এদিকে মুক্তাগাছায় ৫০ ঘর হস্তান্তর করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
খুলনা : ডুমুরিয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নারায়ণ চন্দ চন্দ, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
বগুড়া : ২৫০টি ঘর প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
ফরিদপুর : এক হাজার ৪৮০ জন গৃহ ও ভূমিহীনের মাঝে ঘর ও জমি প্রদান করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় উপস্থিত ছিলেন।
যশোর : ভূমিহীন দরিদ্র ৬৬৬ পরিবারে ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান।
নওগাঁ : এক হাজার ৫৬টি ঘর হস্তান্তর করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।
জয়পুরহাট : পাঁচটি উপজেলার ১৬০ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাস?ক মো. শরীফুল ইসলাম। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
শেরপুর : ২৯১ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। জেলা প্রশাসক আনার কলি মাহবুব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।
নেত্রকোনা : ৯৬০টি ঘর ও ৭০টি পরিবারে দলিল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সংসদ সদস্য অসিম কুমার উকিল, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিক উল্লাহ খান, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি।
ফেনী : ফেনীর ১২৫ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
বান্দরবান : ৩৩৯টি ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, লেফটেন্যান্ট কর্নেল হাসান মাসুদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার।
পিরোজপুর : সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদের সভাপতিত্বে ৩৭৫ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
পাবনা : ১ হাজার ৮৬ ভূমিহীনকে ঘর প্রদানকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন।
মৌলভীবাজার : ৫৪২টি পরিবার ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারাম্যান মো. কামাল হোসেন প্রমুখ।
পঞ্চগড় : বোদা উপজেলার ৫৫ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলায়মান আলী ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম।
গোপালগঞ্জ : ৭৮৭টি ঘর হস্তান্তর কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুর রহমান, সহকারী কমিশনার ভূমি মো. মনোয়ার হোসেন।
টাঙ্গাইল : জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী।
চাঁপাইনবাবগঞ্জ : উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন খন্দকার।
চুয়াডাঙ্গা : ১৩৪ পরিবারের ঘর হস্তান্তরে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক।

সুনামগঞ্জ : ৪০৭টি ঘর হস্তান্তর সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

রাজবাড়ী : গৃহহীন ১২০ পরিবারে ঘর হস্তান্তরে ছিলেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

সাতক্ষীরা : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
নড়াইল : জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে ১০৫টি ঘর হস্তান্তরকালে বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু।
রাঙামাটি : ২৬৮ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।
জামালপুর : ৪০০ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
নরসিংদী : ২২১ পরিবার নতুন ঘর উপহার পেল। মনোহরদীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু।
নাটোর : ১৬২ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। এদিকে নলডাঙ্গায় ৪০ ঘর হস্তান্তরকালে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
চাঁদপুর : ১১৫টি ঘর হস্তান্তরকালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
বরগুনা : ঘর ও চাবি তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, জেলা আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর কবির।
হবিগঞ্জ : বানিয়াচংয়ে ১০৫টি ঘর হস্তান্তরকালে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
চাটমোহর (পাবনা) : ৩০টি ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার।
রামগড় (খাগড়াছড়ি) : ২২টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্যাহ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান প্রমুখ।
লোহাগাড়া (চট্টগ্রাম) : ১৮ ঘর হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, ওসি জাকির হোসাইন মাহমুদ প্রমুখ।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে ৯১টি ঘর হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।
সাতকানিয়া (চট্টগ্রাম) : ২৬ জন ভূমিহীনকে ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।
ভৈরব (কিশোরগঞ্জ) : ৩০ ঘরের চাবি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
ভালুকা (ময়মনসিংহ) : ১৯৯টি ঘর হস্তান্তর করেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বড়লেখা (মৌলভীবাজার) : ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।
ভূঞাপুর (টাঙ্গাইল) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম।
হোমনা (কুমিল্লা) : ঘর হস্তান্তর করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। অনুষ্ঠানে ইউএনও রুমন দে’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম বক্তব্য দেন।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলায় ৭৩৭টি ঘরের দলিল তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
চাটখিল (নোয়াখালী) : বক্তব্য রাখেন ইউএনও আবু সালেহ মোহাম্মদ মোসা, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহিন প্রমুখ।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভুঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : ২০০টি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজা-উদ-দৌলা। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।
চন্দনাইশ (চট্টগ্রাম) : ৭৫ পরিবারে চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।
কেন্দুয়া (নেত্রকোনা) : সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনউদ্দিন খন্দকার। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল কাদির ভূঞা, পৌর মেয়র সম্পাদক আসাদুল হক ভূঞা।

মঠবাড়িয়া (পিরোজপুর) : ৪০টি ঘর হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সরকারি হিসাব সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজি।
ক্ষেতলাল (জয়পুরহাট) : উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল দলিল হস্তাস্তর করেন।
দেলদুয়ার (টাঙ্গাইল) : ২৩ পরিবারে ঘর আনুষ্ঠানিক হস্তার করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। এ সময় উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
মদন (নেত্রকোনা) : ইউএনও বুলবুল আহমেদ গৃহহীন ৫৬টি পরিবার ও রত্নপুর আশ্রয়ণ প্রকল্পের ৭০টি পরিবারে ঘর হস্তান্তর করেন।
হাজীগঞ্জ ( চাঁদপুর) : উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে এবং পিআইও জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : ৩৫টি ঘর হস্তান্তরকালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুননেছা, ওসি এমএ জলিল।
কুমারখালী (কুষ্টিয়া) : ৭৫ ঘর প্রদানকালে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন্নাহার, উপজেলা নির্বাহী রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. সামছুজ্জামান অরুণ।
ওসমানীনগর (সিলেট) : ১৪০টি ভূমিহীনকে ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।
দশমিনা (পটুয়াখালী) : ৪৭টি ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএ শাহজাদা, উপজেলা চেয়ারম্যান আ. আজিজ।
জলঢাকা (নীলফামারী) : ১৪১ ঘর হস্তান্তর করেন সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।
সৈয়দপুর (নীলফামারী) : ৩৪টি ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ।

রাউজান (চট্টগ্রাম) : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবীর।
মির্জাগঞ্জ দক্ষিণ (পটুয়াখালী) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
দাগনভূঞা (ফেনী) : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : ৩০টি ঘর হস্তান্তরকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।
ঘাটাইল (টাঙ্গাইল) : গৃহহীন ১৭৬টি পরিবারের দলিল তুলে দেন সংসদ সদস্য আতাউর রহমান খান। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান প্রমুখ।
তানোর (রাজশাহী) : ৫৭টি ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন এডিসি (শিক্ষা) মো. কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহোতো।
পাঁচবিবি (জয়পুরহাট) : ৪৫টি ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।

ত্রিশাল (ময়মনসিংহ) : ৫০টি ঘর হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান।
গৌরীপুর (ময়মনসিংহ) : ভূমিহীন ১০২টি পরিবারে ঘর হস্তান্তর করেন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : বাঞ্ছারামপুরে গৃহহীন ৬৪টি পরিবারে ঘর প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার কালিকাপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোঃ. নুরুল ইসলাম।
মাধবপুর (হবিগঞ্জ) : ৪৬টি ঘর হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান।
বেনাপোল (যশোর) : উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ঘর প্রদানকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
নিয়ামতপুর (নওগাঁ) : ইউএনও জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
কলমাকান্দা (নেত্রকোনা) : ১০১ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও সোহেল রানা।
ইসলামপুর (জামালপুর) : ৮৮ ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল।
মুরাদনগর (কুমিল্লা) : ২১ পরিবারে ঘর হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এতে সভাপতিত্ব করেন।
মাদারগঞ্জ (জামালপুর) : ১০১ পরিবারে দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ আবুল মনসুর, এসি ল্যান্ড মাফরোজা আক্তার।
লামা (বান্দরবান) : ৫০টি ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ।
সোনাগাজী (ফেনী) : উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
চরফ্যাশন (দক্ষিণ) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রীবাদল কৃষ্ণ দেবনাথ।
লাকসাম (কুমিল্লা) : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শি সাহা।
বাঁশখালী (চট্টগ্রাম) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে ২৫ পরিবারে ঘর হস্তান্তর করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
সাঁথিয়া (পাবনা) : ৩৭২ ভূমিহীন পরিবারে ঘর হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : দলিল হস্তান্তর করেন সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
কালীহাতী (টাঙ্গাইল) : ৩৫ পরিবারে দলিলসহ ঘর হস্তান্তর করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
ফুলপুর (ময়মনসিংহ) : ৯৭ পরিবারের হাতে চাবি তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এছাড়া সাভারে ৪১ পরিবার, মধুখালীতে ১৪৮, আগৈলঝাড়ায় ৩৬, ডামুড্যায় ৬৬, পত্মীতলায় ১১৪, ঈশ্বরদীতে ৫০, উখিয়ায় ৩৫, নীলফামারীর কিশোরগঞ্জে ১৪০, ফুলবাড়ীতে ১৬৫, নান্দাইলে ৬২, দেওয়ানগঞ্জে ১৭২, পলাশে ২৫, শিবচরে ৪৪, ইন্দুরকানিতে ৭৫, চারঘাটে ১৫, রায়পুরে ২৫, ভেড়ামারায় ১০০, কুলাউড়ায় ১১০, বাগাতিপাড়ায় ৪৪, কাউখালীতে ৫০, শ্রীমঙ্গলে ১০০, বাউফলে ১০০, চরভদ্রাসনে ১৫০, ভান্ডারিয়ায় ৪৫, জকিগঞ্জে ৫৫, কাঁঠালিয়ায় ৫০, জামালগঞ্জে ২৫, চিতলমারীতে ১৭, রামগতিতে ১১০, দোয়ারাবাজারে ১০, বিশ্বনাথে ১২০, কলাপাড়ায় ২৩৫, কাউনিয়ায় ১২০, কালকিনিতে ৩৫, দৌলতখানে ৪২, বাকেরগঞ্জে ১২০, বাবুগঞ্জে ১১০, রাঙ্গাবালীতে ১৫০, বড়াইগ্রামে ১৬০, নবীগঞ্জে ২৫, কালাইয়ে ৪০, পার্বতীপুরে ২৬২, আখাউড়ায় ৪৫, গোমস্তাপুরে ৯৫, অভয়নগরে ৫৭, তারাগঞ্জে ১৩০, বাঘায় ১৬, চুনারুঘাটে ৭৪, কমলগঞ্জে ৮৫, নাগরপুরে ৩০, পাইকগাছায় ২২০, রাজারহাটে ৭০, গলাচিপায় ৩৯৩, চিলমারীতে ১০০, শ্রীবরদীতে ২৫, বিশ্বনাথে ১২০, গুরুদাসপুরে ৫০, সিংড়ায় ৬০ পরিবারে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ