শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২১:২২

চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

উত্তরণবার্তা প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনের ১৯০ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এখন চলছে গণনা। দ্রুতই ফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কর্মকর্তা। এ
 
উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী কামাল পাশা আম প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK