বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:১৯

১০ পয়েন্ট পেতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

১০ পয়েন্ট পেতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

উত্তরণ বার্তা ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ১০ পয়েন্ট পাবে ওয়েস্ট ইন্ডিজ। সেই ১০ পয়েন্ট পেতে মরিয়া অতিথিরা। এর আগে প্রথম দুই ম্যাচে ২০ পয়েন্ট হারালেও খালি খাতে ফিরতে চায় না ওয়েস্ট ইন্ডিজ। দলের কোচ ফিল সিমন্স মনে করেন, ব্যাটিংয়ে আরেকটু ভালো করতে পারলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নেয়ার তাগিদও দিলেন তিনি।

শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমরা এখানে ৩০ পয়েন্টের জন্য এসেছিলাম। ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ এখনও রয়েছে। এখনও প্রতিযোগিতায় আছি। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা ১২২ রানের পর ১৪৮ করেছি। সেটা ২৩০ কিংবা ২৫০ রানে নিয়ে যেতে হবে। যদি ব্যাটিংয়ে রান আসে তাহলে প্রতিদ্বন্দ্বীতা হবে। বোলারদের লড়াই করার মত পুঁজি দিতে হবে। ১০ পয়েন্ট অর্জন করতে পারি তাহলে দারুণ কিছু হবে।’

ওয়ানডে সুপার লিগের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ জিতলে পাওয়া যাবে ১০ পয়েন্ট। ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। এরপর শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপ খেলবে। নয়তো বাছাই পর্ব খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজ দিয়ে বাংলাদেশও সুপার লিগের যাত্রা শুরু করেছে। দুই ম্যাচে বাংলাদেশ পেয়েছে ২০ পয়েন্ট।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK