শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:০৪
ব্রেকিং নিউজ

বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেয়ার পর প্রথমবার তার সঙ্গে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টুইটারে এক পোস্টে বরিস জনসন জানিয়েছেন, করোনাভাইরাস থেকে একেবারে মুক্তি লাভ এবং তা স্থায়ী করার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘকালীন জোটকে আরও শক্তিশালী করার  প্রত্যাশায় আছি।

এদিকে গত বুধবার জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিস ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন।বরিস জনসন বলেছেন, তাদের শপথগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এক ধাপ এগিয়ে গেল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় ফিরে আসার ব্যাপারে জো বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন বরিস জনসন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাইডেনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সূত্র: বিবিসি
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK