শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২১

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনা জব্দ

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনা জব্দ

উত্তরণ বার্তা প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরোয়ার উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে ৭ কেজি ২৯০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দা দল। তাকে আটক করা হয়েছে। ২২ জানুয়ারি শুক্রবার বিকেলে ঢাকা কাস্টমস হাউজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১টার দিকে মাসকাট থেকে আসা ওই বিমানযাত্রীর কাছ থেকে ৭ কেজি ২০০ গ্রাম ওজনের ৬২টি সোনার বার ও ৯০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

কাস্টমস আরও জানায়, তাদের কাছে বিমানবন্দর দিয়ে সোনা পাচারের বিষয়ে গোপন তথ্য ছিল। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় কাস্টমসের গোয়েন্দাদের মোতায়েন করা হয়। সরোয়ারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে সোনাগুলো জব্দ করা হয়। এসব সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। সরোয়ারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ