শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০৮:০৪
ব্রেকিং নিউজ

লক্ষ্য এখনো পূরণ হয়নি, জিতে লক্ষ্য পূরণ করতে চাই : কাবরেরা

লক্ষ্য এখনো পূরণ হয়নি, জিতে লক্ষ্য পূরণ করতে চাই : কাবরেরা

উত্তরণবার্তা ডেস্ক : দুই ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে সিলেটে এসেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সিশেলসকে হারিয়ে লক্ষ্য পূরণের অর্ধেক কাজ সেরে রেখেছে হাভিয়ের কাবরেরার দল। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দ্বিতীয় ম্যাচও জিতে লক্ষ্য পূরণ করার কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ, 'প্রথম ম্যাচ জিতেছি কিন্তু আমরা আরও উন্নিত করতে চাই। আমাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি। আমরা সিলেটে এসেছিই দুইটি ম্যাচ জিততে। জিতেই লক্ষ্য পূরণ করতে চাই।'
 
সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে সিশেলসের সামনে পরীক্ষা দিতে হয়েছে জামাল ভূঁইয়াদের। এই ম্যাচ আরও কঠিন হতে যাচ্ছে মনে করেন বাংলাদেশ কোচ, 'আমি নিশ্চিত, সিশেলস খালি হাতে বাড়ি ফিরতে চাইবে না। তারা জেতার জন্য সবকিছু করবে। তাই ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। কিন্তু আমরা প্রস্তুত। দেখাতে চাই আমরা ভালো দল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমাদের আরও উন্নতি করতে হবে।'
 
 
আগামী জুনে ভারতে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তাই সাফের আগে এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না কাবরেরা, 'একটি ড্র দলের জন্য ভালো এবং সিরিজ জিততে পারলে আমরা অনুপ্রেরণা পাব। তবে আমরা শুধু এখনকার কথা ভাবছি না, সামনে সাফ আছে। সাফের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তুতি।'
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK