শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১৭
ব্রেকিং নিউজ

বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়নের ঘোষণা বিপজ্জনক : ন্যাটো

বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়নের ঘোষণা বিপজ্জনক  : ন্যাটো

উত্তরণবার্তা ডেস্ক : বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা বিপজ্জনক বলে দাবি করেছে প্রতিরক্ষা জোট ন্যাটো ও ই/ইউ। পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে ন্যাটো। এমনকি মস্কোকে নতুন নিষেধাজ্ঞা দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ই/ইউ। এদিকে, পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের অনুরোধ জানিয়েছে ইউক্রেন। বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণার পরপরই এর নিন্দা জানিয়েছে ন্যাটো। জোটটির পাশাপাশি একে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নও। ন্যাটো সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র।

তবে, ন্যাটোর পদক্ষেপ নেয়ার মতো রাশিয়া এখনও তাদের পারমাণবিক সজ্জায় কোনো পরিবর্তন আনেনি বলে জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দাবি রাশিয়ার এমন পদক্ষেপ গোটা ইউরোপের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এমনকি এর পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংস্থাটি। পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণার পরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের অনুরোধ জানিয়েছে ইউক্রেন। সম্ভাব্য হুমকি মোকাবিলায় সংস্থাটির কাছে আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি বেলারুশকে জিম্মি করে মস্কো এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি কিয়েভের। চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার সীমান্ত থেকে ৪০০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ার দাবি করেছে মস্কো। ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে রুশ বিমানবাহিনী।এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK