শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ০৬:৫৮
ব্রেকিং নিউজ

গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে খুবিতে প্রদর্শনী

গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে খুবিতে প্রদর্শনী

উত্তরণবার্তা প্রতিবেদক : ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবস ও আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার সকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এই প্রদর্শনী উদ্বোধন করেন।১৯৭১ সালের এই দিনে অপারেশন সার্চলাইট নামে বাঙালি জাতির উপর হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। আজকের এই ভয়াল দিন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করেছে ‘মৃত্যুপুরাণ’ নামে দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।প্রদর্শনীতে ২৫ মার্চ রাতে বাঙালিদের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিলো তা শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা ধরা হয়েছে। শিক্ষার্থীদের বানানো ২শ’র বেশি শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে চারুকলা অনুষদ ভবণের পাশে৷ এসব শিল্পকর্ম সাজিয়ে রাখা হয়েছে যেন দর্শনার্থীরা ২৫ মার্চের ভয়াল চিত্র অনুধাবন করতে পারেন।

এছাড়াও মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘রণাঙ্গনে নারী’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধে নারীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সর্বংসহা চরিত্র থেকে বেরিয়ে এসে পাকিস্তান সেনাবহিনীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, সেই অবদানের ১৫০টির বেশি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে ৷ প্রদর্শনীটি চলবে আগামীকাল পর্যন্ত।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK