শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:২৬
ব্রেকিং নিউজ

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে শরীয়তপুর সদর উপজেলা

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে শরীয়তপুর সদর উপজেলা

উত্তরণবার্তা প্রতিবেদক : ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের উপহারের ঘর ভার্চুয়ালি উদ্বোধনের মধ্যদিয়ে শরীয়তপুর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান। এরআগে জেলার ডামুড্যা উপজেলাকে ২১ জুলাই ২০২২ তারিখে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী অসহায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নে শরীয়তপুর জেলা প্রশাসন বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমরা খাস জমি উদ্ধার এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতাংশ জমির উপরে গুণগত মান ঠিক রেখে অত্যন্ত সাবধানতার সাথে ২ হাজার ৬৬২টি ঘর নির্মাণ করছি।

ইতিমধ্যে ২ হাজার ২৭৬টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২২ মার্চ  বুধবার শরীয়তপুর সদর উপজেলায় ৪০টি পুনর্বাসিত পরিবারের কাছে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলার ৩০২টি পরিবার পৌঁছে যাচ্ছে স্বপ্নের ঠিকানায়। আমরা আশা করছি, এ বছর জুনের মধ্যে পরিকল্পিত সকল ঘর হস্তান্তর করে শরীয়তপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করতে পারবো। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তালুত, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ