শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৪:৪৬

সুপ্রিম কোর্ট বারের সাধারণ সভা ২ এপ্রিল

সুপ্রিম কোর্ট বারের সাধারণ সভা ২ এপ্রিল

উত্তরণবার্তা  প্রতিবেদক : আগামী ২ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ শনিবার সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সভায় নির্বাচনী সাব-কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচনী ফলাফল ঘোষণা করবেন। বারের পুরাতন সভাপতি তার সমাপনী বক্তৃতা দেবেন আবার নতুন সভাপতি তার সূচনা বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া সাব-কমিটির আহ্বায়ক নতুন নেতাদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় করিয়ে দেবেন। ওইদিন বারের সম্পাদকের ২০২২-২০২৩ সালের প্রতিবেদন পেশ করা হবে। সেই সঙ্গে কোষাধ্যক্ষের ২০২২-২০২৩ সালের প্রতিবেদনও পেশ করা হবে। গত ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ৮ হাজার ৬০২ জন আইনজীবী। তাদের মধ্যে দুদিনে ৪ হাজার ১৩৭ ভোট পড়েছে।
 
পাল্টাপাল্টি মিছিল, হাতাহাতি, উত্তেজনা ও হট্টগোলের মধ্যদিয়ে শেষ হওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সবকটি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থি সাদা প্যানেল। ভোটের প্রাথমিক ফলাফলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের সবগুলোতে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল পুনর্নির্বাচিত হয়েছেন। বিএনপি-সমর্থিত নীল প্যানেল কোনো পদে জয়ী হতে পারেনি। ১৬ মার্চ বৃহস্পতিবার দিনগত রাতে সমিতির মোমতাজ উদ্দিন ফকির ও আব্দুন নুর দুলাল উভয়েই নিজেদের বিজয়ী হওয়ার তথ্য  নিশ্চিত করেছেন। তারা বলেন, ভোট গণনা শেষ হয়েছে। সবকটি পদে আমরা বিজয়ী হয়েছি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK