বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৭
ব্রেকিং নিউজ

ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি : মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি : মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনায় আরেক মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। ১৮ মার্চ শনিবার দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ কথা বলেন। তিনি আরও জানান, সোহেল রানাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির টাকায় কেনা ১টি নোহা গাড়ী জব্দ করা হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হয়েছে ৮ কোটি, ১০ লাখ টাকা। 
 
ডিবি প্রধান আরও জানান, সোহেল রানা এক সময় মানি প্ল্যান্ট এ চাকরি করতেন। তার কাছে নকল চাবি ছিলো। এ ঘটনায় ৭ জন ডাকাতির কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মোট গ্রেপ্তার করা হয় ১২ জনকে। এ ঘটনায় ৭ জন ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আরও একজনের নাম পাওয়া গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় ডিবি।এর আগে গত ৯ মার্চ রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র সেটি থেকে ১১ কোটি ২৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
উত্তরণবার্তা/এআর
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK