মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:৪৪
ব্রেকিং নিউজ

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

উত্তরণবার্তা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আইসিসি অভিযোগ, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী। সংস্থাটির দাবি, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে এসব অপরাধ সংঘটিত হয়েছে।ইউক্রেন রাশিয়ার অভিযান শুরুর পর থেকে সেখানে মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। 
 
এদিকে, প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে মূল্যহীন বলেছে রাশিয়া। মস্কো এ নির্দেশ মানার জন্য বাধ্য নয় বলে বিবৃতি দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তগুলো আমাদের দেশের জন্য কোনো অর্থ বহন করে না। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইনের পক্ষে নয় এবং এর অধীনে কোনো বাধ্যবাধকতা রাশিয়ার নেই।’
উত্তরণবার্তা/এআর
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK