শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৮:৫৯

বৃষ্টির বাধায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে

বৃষ্টির বাধায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে

উত্তরণ বার্তা ক্রীড়া  ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে বোলিং করছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি সকাল সাড়ে এগারটায় ম্যাচটি শুরু হয়।
স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৫/১ (৩.৩ ওভার)
হঠাৎ বৃষ্টিতে ম্যাচ বন্ধ
বুধবার সকাল থেকেই ঢাকায় গুমোট আবহাওয়া। মধ্য দুপুর পর্যন্ত সূর্যর দেখা মেলেনি। এবার মেঘ ঝরে শুরু হয়েছে বৃষ্টি। তাতে বন্ধ হয়ে আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচ। সেন্টার উইকেট ত্রিপল দিয়ে ঢাকা। বৃষ্টির আগ পর্যন্ত ৩.৩ ওভার খেলা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ১ উইকেট হারিয়ে তুলেছে ১৫ রান।   

শুরুতেই মোস্তাফিজের সাফল্য
দীর্ঘদিন পর মাঠে নেমে উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি মোস্তাফিজুর রহমানকে। বাঁহাতি পেসার নিজের প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারে পেয়েছেন সাফল্য। তার ফুলার লেন্থ বল মিস করে এলবিডব্লিউ হন ডানহাতি ওপেনার এমব্রিস। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নিয়েছিলেন দুই বছর পর দলে ফেরা এ ব্যাটসম্যান। কিন্তু তার ভাগ্যের পরিবর্তন হয়নি। তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৯।    

টস: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হাসান ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জেসন মোহাম্মদ, সুনীল অ্যাম্ব্রিস, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, আন্দ্রে ম্যাকক্যার্থি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার।

বাংলাদেশের এক, ওয়েস্ট ইন্ডিজের ছয় ক্রিকেটারের অভিষেক
বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্যাপ পেলেন হাসান মাহমুদ। ডানহাতি পেসারের ওয়ানডে অভিষেক হলো আজ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে নতুন দল নিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক অভিষেক হবে তা আগেই জানা ছিল। ম্যাচে ছয়জন পেয়েছেন ওয়ানডে ক্যাপ।  

দীর্ঘ বিরতির পর মাঠে বাংলাদেশ
পাক্কা ৩১৩ দিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ফিরল আন্তর্জাতিক মঞ্চে। সবশেষ মিরপুরেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এরপর করোনার কারণে নির্বাসনে চলে যায় ক্রিকেট। দীর্ঘ অপেক্ষার পর আজকের ম্যাচ দিয়ে আবার ২২ গজে সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লহরা।

মাশরাফি পরবর্তী যুগ শুরু
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫০ জয় নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন। মাশরাফির অধিনায়কত্বের আর্মব্র্যান্ড পেয়েছেন তামিম ইকবাল। তার হাত ধরে আজ নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে তামিম তিন ওয়ানডেতে অন্তবর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এবার দীর্ঘ মেয়াদে তামিম পেয়েছেন অধিনায়কত্ব।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ
এ ম্যাচ দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করতে যাচ্ছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। সোজা ভাষায়, ২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার লড়াই। আগামী দুই বছরে ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট। ম্যাচ টাই বা পণ্ড হলে সমান ৫ পয়েন্ট করে পাবে দুই দল। এভাবে পয়েন্ট প্রক্রিয়ায় এগিয়ে যাবে বিশ্বকাপ সুপার লিগ।
উত্তরণ বার্তা/এআর




 

  মন্তব্য করুন
     FACEBOOK