শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১৩

চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন

চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন

উত্তরণবার্তা প্রতিবেদক : চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। ১ মার্চ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে নতুন স্টেশনটি থেকে যাত্রীরা চলাচল করতে পারছেন। যাত্রী চলাচল শুরু হওয়ার আধাঘণ্টা আগে সকাল ৮টায় খুলে দেয়া হয় স্টেশনটি। গুরুত্বপূর্ণ এই স্টেশন চালু হওয়ায় খুশি যাত্রীরাও। স্টেশনে গিয়ে দেখা যায়, প্রথম দিনেই রয়েছে যাত্রীদের ভিড়। এটি মেট্রোরেলের পঞ্চম স্টেশন। এর আগে দিয়াবাড়ী, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন পর্যায়ক্রমে চালু হয়।
 
গত ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল। পর্যায়ক্রমে অন্যস্টেশনগুলোও চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মেট্রোরেলে দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষের দিকে চালুর পরিকল্পনা রয়েছে। পুরো কমলাপুর পর্যন্ত ট্রেন চলতে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উত্তরণবার্তা/এআর
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ