শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:৪২
ব্রেকিং নিউজ

তাপমাত্রা ৩ দিন বাড়তে পারে এরপর বৃষ্টি

তাপমাত্রা ৩ দিন বাড়তে পারে  এরপর বৃষ্টি

উত্তরণ বার্তা প্রতিবেদক : আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর আগামী তিনদিনে রাতের তাপমাত্রা বাড়তে পারে। তারপরের পাঁচদিনের শেষের দিকে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আজ শনিবার ২৪ ঘণ্টার শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, বদলগাছী, দিনাজপুর ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে এর পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং পাঁচ দিনের মাথায় বৃষ্টিপাত হতে পারে।
উত্তরণ বার্তা /এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ