বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪২

শাহি তেহারি বানাবেন যেভাবে

শাহি তেহারি বানাবেন যেভাবে

উত্তরণবার্তা ডেস্ক  : ঘরে মাংস থাকলে প্রিয়জনদের জন্য তৈরি করতে পারেন মজাদার কিছু খাবার। তবে ঘরেই তৈরি করতে পারেন শাহি তেহারি। শাহি তেহারি বানাবেন যেভাবে। আসুন তা জেনে নিই।

উপকরণ :
গরুর মাংস দেড় কেজি, চাল ৫০০ গ্রাম, বাদাম+পোস্তবাটা দুই চা চামচ, তেল ও ঘি দেড় কাপ, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ ১০টি, টকদই ও ঘন দুধ আধা কাপ করে, লবণ ও চিনি স্বাদমতো, টমেটো সস আধা কাপ, ধনিয়া ও জিরা গুঁড়া এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, গোলাপজল এক চা চামচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া দুই চা চামচ।

প্রণালি :
গরুর মাংস ছোট করে কেটে সব মসলা দিয়ে মেখে পাত্রে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে তাতে মাংস রান্না করতে হবে। অন্য পাত্রে তেলে চাল ভেজে পরিমাণমতো পানি দিয়ে ফুটে উঠলে রান্না করা মাংস দিয়ে রান্না করে দমে রাখতে হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK