মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৫৬

পাখিদের জন্য গাছে গাছে হাঁড়ি

পাখিদের জন্য গাছে গাছে হাঁড়ি

উত্তর বার্তা প্রতিবেদক : সিরাজগঞ্জের কৃষি প্রধান উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে পাখিদের নিরাপদ আশ্রয়স্থলের জন্য গাছে গাছে বেঁধে দেয়া হচ্ছে মাটির হাঁড়ি। বিশেষ ব্যবস্থাপনায় তৈরি করা এই হাঁড়িগুলো ইউনিয়নের ছয়টি গ্রামের বিভিন্ন গাছে লাগানো হয়েছে। ইতিমধ্যেই ২১৫টি বিশেষ হাঁড়ি তৈরি করা হয়েছে। সপ্তাহখানেক ধরে এই হাঁড়িগুলো স্থাপন করা হয়েছে সলপ ইউনিয়নের জোলাহাটি, সোনতলা, কাশিনাথপুর, কানসোনা, চরপাড়া, কৃষকগঞ্জ গ্রাম ও ইউনিয়ন পরিষদ চত্বরের বিভিন্ন গাছে। এসব হাঁড়িতে বসবাস করা শুরু করেছে দোয়েল, শালিক, ঘুঘু, চড়ুইসহ নানা পাখি।

এ ব্যাপারে উল্লাপাড়া সরকারি আকবার আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান ও কানসোনার শিক্ষক স্বপন আহসান জানান, পাখিদের নিয়ে সাধারণত আমরা চিন্তা করি না। চেয়ারম্যান শওকত ওসমান পাখিদের আশ্রয়ের জন্য হাঁড়ি বাঁধার ভালো উদ্যোগ নিয়েছেন। সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জি. শওকত ওসমান জানান, জাতির পিতার জন্মশতবর্ষে পাখির আশ্রয় গড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রথম পর্যায়ে ২১৫টি হাঁড়ি গাছে লাগানো হয়েছে। আরো ৭৮৫টি হাঁড়ি গাছে গাছে স্থাপন করা হবে। আমরা পুরো সলপ ইউনিয়ন জুড়ে পাখির নিরাপদ আশ্রয় গড়তে চাই।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK