বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:০০

অনেক হয়েছে আর না ফ্লয়েড হত্যার প্রতিবাদে জর্ডান

অনেক হয়েছে আর না  ফ্লয়েড হত্যার প্রতিবাদে জর্ডান

উত্তরণবার্তা ক্রীড়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনোপোলিসে সাবেক কৃষ্ণাঙ্গ বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ ক্রমশ খেলার মাঠে ছড়িয়ে পড়ছে। গেল রোববার বুন্দেসলিগা মঞ্চে নানা ধরনের প্রতিবাদ দেখা গেছে। গোলের পর এক হাঁটু গেঁড়ে বসে ক্ষোভ জানান মার্কাস থুর। আরেক গোলস্কোরার জ্যাডন স্যাঞ্চোর জার্সির নিচের শার্টে দেখা যায় 'জাস্টিস ফর জর্জ ফ্লয়েড' লেখা।

সোমবার নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ড অ্যানফিল্ডে অভিনব প্রতিবাদ জানায় লিভারপুল। সামাজিক দূরত্ব মেনে সেন্টার সার্কেল ঘিরে হাঁটু গেঁড়ে বসেন দলটির ফুটবলাররা। প্রতিবাদী কণ্ঠে সোচ্চার হয়েছে বার্সেলোনাও।

এরই মধ্যে ফ্লয়েড মার্ডারের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও কোকো গফ। ধিক্কার জানিয়েছেন দেশটির বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস। এর ন্যায়বিচার চেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনও বর্ণবৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছেন। তাতে শামিল হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।

এ ন্যক্কারজনক ঘটনায় উত্তাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে বিক্ষোভ-মিছিল করছেন কৃষ্ণাঙ্গরা। ক্রমশও তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে তাদের যেন আরও উসকে দিলেন মার্কিন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরাসরি আঘাত হেনেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া টুইটারে জর্ডান লিখেছেন, নারকীয় এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত, যন্ত্রণাক্লিষ্ট ও ভীষণ ক্ষুব্ধ। আমি সব দেখছি। সবার যন্ত্রণা, রাগ ও হতাশা বুঝতে পারছি। বর্ণবাদ ও হিংসার বিরুদ্ধে প্রতিবাদকারীদের পাশে আছি। অনেক হয়েছে, আর নয়।

  মন্তব্য করুন
     FACEBOOK