মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:০৮

৫০ হাজার বছর পর বিরল ধূমকেতু দেখবে পৃথিবী

৫০ হাজার বছর পর বিরল ধূমকেতু দেখবে পৃথিবী

উত্তরণবার্তা ডেস্ক :  কমেট-টু থাউজেন্ড টুয়েন্টি টু-ই-থ্রি। সর্বশেষ এর দেখা মিলেছিল আদিম মানুষদের কালে। ৫০ হাজার বছর পর আবার এটি অতিক্রম করছে পৃথিবী। খালি চোখেই দেখা যেতে পারে পয়লা ফেব্রুয়ারি। এরপর এটি পুরোপুরি চলে যাবে সৌরজগতের বাইরে। তাই এর গঠন নিয়ে জানতে কাজে লাগানো হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপকে। ২০২২ সালের মার্চে প্রথম শনাক্ত হয় এই ধূমকেতু। তখন বৃহস্পতির পাশে একে দেখে ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি এর নাম দেয় কমেট-টু থাউজেন্ড টুয়েন্টি টু-ই-থ্রি।

৫০ হাজার বছরে একবার এটি পৃথিবী ও সূর্যের কাছে আসে। নাসা বলছে, ১২ জানুয়ারি ধূমকেতুটি সূর্য অতিক্রম করবে। ২১-২২ জানুয়ারির দিকে একে পর্যব্ক্ষেণের ভালো সুযোগ পাবেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর পৃথিবীর পাশ দিয়ে যেতে পারে পয়লা ফেব্রুয়ারি। এ সময় এটি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সহজেই দেখা যাবে। আর পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে বলে আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে খালি চোখেও। ধূমকেতুটি বরফ ও ধূলিকণা দিয়ে গঠিত। এর লেজ সবুজ। ব্যাস মাত্র এক কিলোমিটার। এর আগে, ১৯৯৭ সালে খালি চোখে দেয়া যাওয়া হেল-বপের ব্যাস ছিল প্রায় ৬০ কিলোমিটার।ধূমকেতুটি উর্ট ক্লাউড নামের একটি এলাকা থেকে এসেছে। উর্ট ক্লাউড মূলত সৌরজগতের চারপাশের বিশাল গোলক, যেখানে রহস্যময় বরফের বস্তু রয়েছে বলে ধারণা করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ