শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১১:৫২

যানজটের ঢাকায় মেট্রো যাদু

যানজটের ঢাকায় মেট্রো যাদু

উত্তরণবার্তা ডেস্ক : মেট্রো যুগে প্রবেশ করেছে ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সীমিত পরিসরে মেট্রোরেলে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা। আজ সকাল থেকে রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে চড়ে যাচ্ছেন উত্তরা দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত। প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। জানা গেছে, আগারগাঁও থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল ৮টা ১৮ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি ছাড়ে ৮টা ২২ মিনিটে। এছাড়া তৃতীয় ট্রেন ছাড়বে সকাল ৯টা ২৬ মিনিটে। প্রথম ট্রেনে ৭৫ জন ও পরবর্তীতে প্রতিটি ট্রেনে ৫০ জন করে যাত্রীরা যেতে পারবেন।

মেট্রোরেলের যাত্রীরা জানালেন তাদের আনন্দ ও উচ্ছ্বাসের কথা। কয়েকজন বললেন, আগে যেমন রাজধানীতে যানজট ছিল, আশা করছি মেট্রোরেলের কারণে তা কমে যাবে। রাজধানীবাসী খুব অল্প সময়ে একস্থান থেকে অন্যস্থানে পৌঁছাতে পারবেন। মেট্রোতে আপাতত ২০০ যাত্রী পরিবহন করা হবে। যদিও প্রতিটি মেট্রো রেলে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। যাত্রীর চাপ থাকলেও আপাতত চার ঘণ্টার বেশি ট্রেন চালানো হবে না। বর্তমানে ২০টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত আছে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK