বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:৪৩

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন, বদলে যাচ্ছে মিরপুর

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন,  বদলে যাচ্ছে মিরপুর

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীবাসীর অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হবে মেট্রোরেলের। প্রকল্পের আংশিক কাজ শেষ হওয়ায় প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। এরই মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এই রুটের চলাচলকারীদের দীর্ঘদিনের ভোগান্তির। সেই সঙ্গে বদলে যাচ্ছে মিরপুরের চিত্রও।২১ ডিসেম্বর বুধবার সরেজমিন, ‍মিরপুরের রোকেয়া সরণীর মেট্রোরেলের নিচের পুরো সড়কজুড়ে এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। রাজধানীর এক সময়ের সবচেয়ে উপেক্ষিত আর অবহেলিত সড়কটি এখন রীতিমতো রাজপথের মর্যাদা পেতে চলেছে। সড়কজুড়ে এখন ফুলের সমাহার। ঝকঝকে রাস্তায় এখন আর নেই দুঃসহ যানজটের ভোগান্তি।

সড়কটির পথচারী ও গাড়ির চালকরা জানান, প্রায় ছয় বছর সড়কটিতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়েছে। বর্ষাকালে বৃষ্টি ডুবে যাওয়া এই সড়কে চলেছে নৌকাও। শুধু কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত যেতেই লেগেছে ঘণ্টার পর ঘণ্টা। তবে সেই দিনগুলো এখন অতীত হতে চলেছে।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, উড়াল পথে মেট্রোরেল চললেও নিচের সড়কে ধাপে ধাপে চলবে সৌন্দর্য বর্ধণের কাজ।এদিকে মেট্রোরেলের চলাচলকে ঘিরে নতুন সাজে সেজে উঠছে পল্লবী, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওসহ মেট্রোরেলের স্টেশনগুলো। উদ্বোধনের আগে শেষ মুহূর্তে স্টেশনগুলোতে চলছে মহাপ্রস্তুতি।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK