শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:২৮
ব্রেকিং নিউজ

চার জানুয়ারি গাইবান্ধায় আবার ভোট

চার জানুয়ারি গাইবান্ধায় আবার ভোট

উত্তরণবার্তা প্রতিবেদক : আবারও ভোট নেয়া হবে আলোচিত ও সমালোচিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের। এর জন্য দিনতারিখও ইতিমধ্যে ঠিক করে ফেলেছে নির্বাচন কমিশন। সংস্থাটি জানিয়েছে, আসছে নতুন বছরের চার জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।এর আগে গত ১২ অক্টোবর নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ওই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।

সেদিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা সিসিটিভি’র মাধ্যমে আমরা দেখেছি সেখানে অনেক অনিময় হচ্ছে। অনেক কেন্দ্রে আমরা গোপন ভোটকক্ষে অবৈধ অনুপ্রবেশ দেখেছি। অবৈধভাবে প্রবেশ করে ভোটারদের ভোট দিতে সহায়তা করছেন অথবা বাধ্য করছেন। এটা আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি। আমাদের সঙ্গে উপস্থিত সাংবাদিকরাও এই চিত্র দেখেছেন।  তিনি বলেছিলেন, আমরা দেখেছি, সম্ভবত পোলিং এজেন্ট তাদের গায়ের গেঞ্জিতে নির্বাচনের প্রতীক ছাপানো ছিল, যা নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK