বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৫৬

পূর্ব ইউক্রেনে তীব্র লড়াই চলছে

পূর্ব ইউক্রেনে তীব্র লড়াই চলছে

উত্তরণবার্তা ডেস্ক : পূর্ব ইউক্রেনে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। এই নিয়ে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। খবর রয়টার্সের। গতকাল বুধবার এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, তীব্র লড়াই চলা পূর্বাঞ্চলীয় ইউক্রেনের দোনেতস্কে রাশিয়ান বাহিনী আরও অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তারা বিভিন্ন শহরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এসব শহরের মধ্যে রয়েছে বাখমুত, সোলেদার এবং অপিটনে। দক্ষিণ ফ্রন্টে রাশিয়ান বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে। তারা ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ করে প্রশিক্ষিত ট্যাঙ্ক, মর্টার, আর্টিলারি ফায়ার বসিয়েছে। এ ছাড়া দেশটিউত্তরপূর্বাঞ্চলীয় এবং মধ্য ইউক্রেনেও লক্ষ করে যুদ্ধাবস্থানে। তবে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার রাতের ভাষণে বলেছেন, আমরা দখলদারীদের উদ্দেশ্য মূল্যায়ন করার চেষ্টা করছি এবং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি।

এ ছাড়া ইউক্রেনের রাষ্ট্রপতির প্রশাসনের ডেপুটি প্রধান কিরিলো তিমোশেনকো বলেছেন, খেরসনে ৬০ শতাংশ গ্রাহকের বিদ্যুতব্যবস্থা পুনরুদ্ধার করা হয়েছে। তবে বুধবারের রাতে জেলেনস্কি বলেন, এখন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ৬০ লাখ গ্রাহক বিদ্যুতহীন অবস্থায়। এদিকে রাশিয়ার নতুন করে হামলা রুখতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা এসেছে। এ দিকে পুতিন ঘনিষ্ঠ রুশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, ঘটনা দেখা যাচ্ছে, ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক ও রাজনৈতিক কোনভাবেই আগ্রহী নয় ন্যাটো।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ