বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:৪৬

১৫০ যাত্রী নিয়ে চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ

১৫০ যাত্রী নিয়ে চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ

উত্তরণবার্তা  প্রতিবেদক : হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় ১৫০ জন যাত্রী নিয়ে নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।৩০ নভেম্বর বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নেপাল থেকে ১৫০ যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। এতে ৯ জন ক্রু ছিলেন। পথে ফায়ার ওয়ার্নিং দেখা দেয়ায় ওই ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার তসলিম আহম্মেদ জানান, প্লেনে ফায়ারিং অ্যালার্ম বেজে উঠায় ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওই ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে রয়েছেন। ত্রুটিমুক্ত হলে ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ