শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ২১:৫৭

নতুন বিভাগ এখনই হচ্ছে না

নতুন বিভাগ এখনই হচ্ছে না

উত্তরণবার্তা ডেস্ক : দেশে দুটি নতুন বিভাগ গঠনের কথা থাকলেও এখনই তা হচ্ছে না। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় আজ রবিবার এই দুটি বিভাগের নাম প্রস্তাব করা হয়। তবে ব্যয়ের কথা বিবেচনা করে সরকার এখনই বিভাগ ঘোষণা থেকে পিছিয়ে আসে। 
 
আজ রবিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের বৈঠকে এই প্রস্তাব তোলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রবিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান। সচিব বলেন, নতুন দুই বিভাগ ঘোষণা করলে ব্যয় বেশি হবে। এই মুহূর্তে এই ব্যয় ঠিক হবে না। এ কারণেই স্থগিত করা হয়েছে। বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে প্রস্তাব করা হয় ‘পদ্মা’ বিভাগ, আর বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠনের প্রস্তাব নিকারের বৈঠকে উঠেছিল।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK