শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২৫
ব্রেকিং নিউজ

নোয়াখালীতে টেনিস কমপ্লেক্স উদ্বোধন

নোয়াখালীতে টেনিস কমপ্লেক্স উদ্বোধন

উত্তরণবার্তা প্রতিবেদক : নোয়াখালীতে নব নির্মিত টেনিস কমপ্লেক্স উদ্বোধন ও শহীদ ভুলু স্টেডিয়াম আজ সকালে পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ উপলক্ষে টেনিস কমপ্লেক্স মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধি সমাবেশে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শহীদুল ইসলাম, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১৮৬টি স্টেডিয়াম ১৬৫০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হবে। নোয়াখালীর সোনাইমুড়ি, সুবর্ণচর, করিহাট, হাতিয়ায়, কোম্পানীঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া শহীদ ভুলু স্টেডিয়াম প্রয়োজনীয় সংস্কার করা হবে। স্টেডিয়ামের সাথে ভলিবল ও ব্যাডমিন্টন মাঠ ও নির্মাণ করা হবে।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK