বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:২৫

শাহজালাল বিমানবন্দরে ১৭টি ব্রাউনি প্যাঁচা জব্দ জরিমানা ১৯ লাখ

শাহজালাল বিমানবন্দরে ১৭টি ব্রাউনি প্যাঁচা জব্দ  জরিমানা ১৯ লাখ

উত্তরণবার্তা প্রতিবেদক :  ১৭টি বিদেশি ব্রাউনি প্যাঁচা জব্দ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব প্যাঁচা জব্দ করা হয়। পরে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বহির্ভূত হওয়ায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা ও বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, কাস্টমস আইন ১৯৬৯ লঙ্ঘন করায় এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের ও ১৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমদানিকারকের চালানে প্রতিটি প্যাঁচার দাম দেখানো হয়েছে ৮৪৪ মার্কিন ডলার।
জব্দকৃত প্যাঁচাগুলো এদিন রাতেই গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK