মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৪৬
ব্রেকিং নিউজ

জেদ্দায় ভারী বৃষ্টির কারণে স্কুল বন্ধ, ফ্লাইট বিলম্বিত

জেদ্দায় ভারী বৃষ্টির কারণে স্কুল বন্ধ,  ফ্লাইট বিলম্বিত

উত্তরণবার্তা ডেস্ক : সৌদি আরবে বৃহস্পতিবার লোহিত সাগর উপকূলীয় শহর জেদ্দায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে ভারী বৃষ্টির কারণে সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমান বন্দরে ফ্লাইট বিলম্বিত হয়েছে।এছাড়াও ইসলামের পবিত্রতম শহর মক্কার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। জেদ্দায় মোটামুটিভাবে লোহিত সাগরের তীরে অবস্থিত প্রায় চল্লিশ লক্ষ লোকের শহর, প্রায়ই ‘মক্কার প্রবেশদ্বার’ হিসাবে উল্লেখ করা হয়, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ এবং ওমরা করতে আসেন। জেদ্দায় দাঁড়িয়ে থাকা পানির ট্র্যাফিক এবং কিছু যানবাহন আংশিকভাবে নিমজ্জিত হতে দেখা গেছে।

কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে আবহাওয়া পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। যাত্রীদের পরবর্তী সময়সূচী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিমান বন্দরে আসার জন্য অনুরোধ করা হয়েছে৷ সৌদি প্রেস এজেন্সি আগেই জানিয়েছেন বৃহস্পতিবার ভোর থেকে সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে, কাতার বিশ্বকাপে সৌদি আরবের জয়ের কারণে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। আজ বৃহস্পতিবার জেদ্দায় সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেদ্দায় প্রায় প্রতি বছরই শীতে ঝড় ও বন্যা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ