মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:১৩
ব্রেকিং নিউজ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘নিউজ প্রেজেন্টেশন’ কর্মশালা অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘নিউজ প্রেজেন্টেশন’ কর্মশালা অনুষ্ঠিত

উত্তরণবার্তা প্রতিবেদক : স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘নিউজ প্রেজেন্টেশন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।এতে অংশ নেয় সাংবাদিক ফোরামের সদস্যসহ বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী।প্রশিক্ষক হিসেবে ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের নিউজ প্রেজেন্টার ইসরাত আমিন এবং এনটিভির নিউজ প্রেজেন্টার শেখ মহিউদ্দিন মধু। অতিথিরা নিউজ প্রেজেন্টেশনের বিভিন্ন কলাকৌশল ও শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফোরামের সভাপতি আকরাম হোসেন নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান খান আকাশের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য রুমানা হক রিতা, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান, সাংবাদিক ফোরামের কনভেনর মোশাররফ হোসেন মামুন।

আরও উপস্থিত ছিলেন- স্টুডেন্ট ওয়েলফেয়ার এডভাইজার রেহেনা আক্তার, জনসংযোগ বিভাগের প্রধান সুপা সাদিয়া, সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া আসাদি, তানিয়া সুলতানা, শবনম জান্নাত, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হাসান ওয়ালী, সাবেক সাধারণ সম্পাদক এবং দেশ রূপান্তরের রিপোর্টার সানমুন আহমেদসহ শিক্ষক শিক্ষার্থীরা।কর্মশালা শেষে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ