বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:২০

ঢাবির ডক্টর অব লজ ডিগ্রি পেলেন অর্থনীতিবিদ জঁ তিরোল

ঢাবির  ডক্টর অব লজ  ডিগ্রি পেলেন অর্থনীতিবিদ জঁ তিরোল

উত্তরণবার্তা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ডক্টর অব লজ' ডিগ্রি পেয়েছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জঁ তিরোল। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তার হাতে ডক্টর অব লজের সনদ তুলে দেন। এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার হাতে ক্রেস্ট তুলে দেন।
 
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় ড. জঁ তিরোলের নাম অন্তর্ভুক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে ৫২ জনকে ডক্টর অব লজ ডিগ্রিতে ভূষিত করা হয়। এর আগে সমাবর্তন বক্তা ড. জঁ তিরোলের সাইটেশন পাঠ করেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
 
এরপর অনুষ্ঠানে ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রিতে ভূষিত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ দিন সকাল ১১টা ৫৫ মিনিটে কার্জন হল প্রাঙ্গণ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শোভাযাত্রায় ৫৩ তম সমাবর্তন শুরু হয়। দুপুর ১২টায় রাষ্ট্রপতি অনুষ্ঠান উদ্বোধন করেন।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK