শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৪৯
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে কৃষি প্রণোদনার বীজ-সার পেলেন ২৬৭০ জন কৃষক

গোপালগঞ্জে কৃষি প্রণোদনার বীজ-সার পেলেন ২৬৭০ জন কৃষক

উত্তরণবার্তা প্রতিবেদক : কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলায় ২০২২-২৩ রবি মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২ হাজার ৬৭০ জন কৃষকের হাতে এ কৃষি উপকরণ তুলে দেয়া হয়। 
 
কৃষক প্রতি গম ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী বীজ ১ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি, খেসারি বীজ ৮ কেজি, চীনা বাদাম বীজ ৮ কেজি হারে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, সহকারী কমিশনার ভূমি মো. মামুন খান, কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ