শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৫:৩৯

১২টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা

১২টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা

উত্তরণবার্তা প্রতিবেদক : দেশের বিভিন্ন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ অক্টোবর) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ নভেম্বর, ৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ১৩ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
 
এসব ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো, চাঁদপুর জেলার হাইমচরের চরভৈরবী ও ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ, ভোলা জেলার চরফ্যাশনের আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও রয়েছে  কুমিল্লা জেলার সদর দক্ষিণের জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK