বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ঢাকা সময়: ১৮:৪৫
ব্রেকিং নিউজ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ব্রুনাইয়ের সুলতান

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ব্রুনাইয়ের সুলতান

উত্তরণবার্তা প্রতিবেদক : তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
 
এ সময় তিনি স্মৃতিস্তম্ভের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সোনালু নামে একটি ফুল গাছের চারা রোপণ করা শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন ব্রুনাই সুলতান৷ এর আগে দুপুর ২টার পর সুলতানকে বহনকারী একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ব্রুনাইয়ের সুলতানের এটাই প্রথম বাংলাদেশে সফর। সফর শেষে রবিবার সুলতান ঢাকা ত্যাগ করবেন।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK