বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৩৩
ব্রেকিং নিউজ

রাজধানীতে বৃষ্টির আশঙ্কা

রাজধানীতে বৃষ্টির আশঙ্কা

উত্তরণবার্তা ডেস্ক : রাজধানীর আকাশ আংশিক মেঘলাসহ দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৪ অক্টোবর শুক্রবার বেলা ১১টার দিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সারাদেশে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে দুপুরের পর ঢাকায় বৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এ ছাড়া সারাদেশে দিন ও রাতেরতাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK