মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:৪০

ঝালকাঠিতে ইলিশ সম্পদ বাড়াতে নৌ র‌্যালি

ঝালকাঠিতে ইলিশ সম্পদ বাড়াতে নৌ র‌্যালি

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার সুগন্ধা-বিষখালী নদীতে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে মৎসজীবীদের সচেতনতা বাড়াতে নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় শহরের পৌর মিনিপার্ক সংলগ্ন সুগন্ধা নদী থেকে র‌্যালিটি শুরু হয়ে সুগন্ধা ও বিষখালি নদীর ৫ কিলোমিটার ঘুরে একই স্থানে শেষ হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। এতে মৎস অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা প্রদীপ কুমার ধাম প্রমুখ। জেলা প্রশাসন ও সৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ র‌্যালীতে দু’টি স্পিড বোড ও ৮টি ট্রলারে জেলা প্রশাসন ও মৎস বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগের সদস্যসহ শতাধিক মৎসজীবী অংশ  নেয়। এসময় মাইকিং ও লিফলেট বিতরনের মাধ্যমে ইলিশের প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK