শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৫০
ব্রেকিং নিউজ

সিলেট নগরীতে ৩৫ কোটি টাকা ব্যায়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট নগরীতে ৩৫ কোটি টাকা ব্যায়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : সিলেট নগরীতে ৩৫ কোটি টাকা ব্যয়ে আম্বরখানা-টুকেরবাজার ৪ লেন সড়কের নির্মান কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। মন্ত্রী আজ শুক্রবার বিকেলে চার লেনের এ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন। সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এ সড়ক নির্মাণ করছে।
 উদ্বোধনকালে মন্ত্রী  বলেন, আম্বরখানা-টুকেরবাজার সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক। মানুষের কষ্টের কথা জেনে এ সড়কটিকে চার লেনে রূপান্তরিত করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কটির কাজ কয়েক মাসের মধ্যে শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এসময় তিনি আরও বলেন- রাস্তার স্থায়িত্ব ধরে রাখতে আমরা আরসিসি ঢালাই দিয়ে এ রাস্তার কাজ করছি। মানসম্মত কাজ  হচ্ছে কিনা সে ব্যাপারে সকলকে নজরদারি করতেও আহবান জানান। এসময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ