বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:০৬
ব্রেকিং নিউজ

ফের পারমাণবিক ঝুঁকির মুখে বিশ্ব কিউবা মিসাইল সংকটের প্রসঙ্গ টানলেন বাইডেন

ফের পারমাণবিক ঝুঁকির মুখে বিশ্ব  কিউবা মিসাইল সংকটের প্রসঙ্গ টানলেন বাইডেন

উত্তরণবার্তা ডেস্ক : ঠান্ডা যুদ্ধের পর প্রথমবারের মতো পারমাণবিক ঝুঁকির সম্মুখীন বিশ্ব। বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কেনেডি এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে আমরা এই ধরনের পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হইনি।”
উল্লেখ্য, ১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল। সেই সময় দুই দেশের মধ্য পরমাণু যুদ্ধের সম্ভাবনা ‘সবচেয়ে বেশি’ ছিল বলে মত ইতিহাসবিদদের। আর বর্তমানে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইউক্রেন যুদ্ধের মাঝে।

জো বাইডেন এদিন বলেন, “ইউক্রেন দখল করার লক্ষ্যে পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে মজা করছেন না।”

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই একই ভাষায় পুতিনকে নিয়ে হুঁশিয়ার করেছিলেন পশ্চিমি দেশগুলোকে। বাইডেন এই পরিস্থিতিতে বলেন, “পুতিন যখন কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জৈবিক বা রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কথা বলেন তখন তিনি রসিকতা করছেন না। কারণ তার সামরিক বাহিনী এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল।”

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ