মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:১৩
ব্রেকিং নিউজ

৫ বনদস্যুর কারাদণ্ড

৫ বনদস্যুর কারাদণ্ড

উত্তরণবার্তা প্রতিবেদক : বে-আইনিভাবে সরকারি সংর‌ক্ষিত ব‌নে প্রবেশ করে বৃক্ষ কর্তন ও পাচা‌রের দায়ে চট্টগ্রামে ৫ বনদস্যুকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের বন আদালত। ৩ অক্টোবর সোমবার বন আদালতের চিফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট এ রায় ঘোষণা করেন। মামলার বাদী বন অপরাধ উদঘাটনকারী বন কর্মকর্তা (বর্তমান রেঞ্জ কর্মকর্তা, বন ব‌্যবহা‌রিক রেঞ্জ) রা‌ফি-উদ-দৌলা সরদার এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, তিনি হাটহাজারী ফরেস্ট রেঞ্জের শোভনছড়ি বনবিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ২০২০ সালে শোভনছড়ি বন বিটে সংরক্ষিত বনে অবৈধ প্রবেশ ও বৃক্ষ কর্তনের এই অপরাধ উদঘাটন এবং বনদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ